মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ নারী পারভীন বেগম ভোরে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল ভোররাতে লাগা আগুনে অগ্নিদগ্ধ পারভীন বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তার শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়। পারভীনকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
গতকাল ভোররাত ৪টার দিকে লাগা আগুনে দেড় শতাধিক ঘরবাড়ি পুড়ে যায়। আর এতে গৃহহীন হয় প্রায় পাঁচ শতাধিক মানুষ। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Leave a reply