পিইসি-জেএসসি পরীক্ষার ফল প্রকাশ

|

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। পিইসিতে পাশের হার ৯৫.১৮%।

দুপুর ১২টা নাগাদ প্রকাশ হবে  জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষার ফল। এর আগে  সকালে গণভবনে, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন শ্রেণির দুই সেট বই হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম। পরে, প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি’র পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। এবার সরকার ৩২ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই বিনামূল্যে বিতরণ করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply