টিকাটুলিতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

|

রাজধানীর গোপীবাগ-দিলকুশা এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে দক্ষিণ সিটির নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

আজ দুপুর ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে চলে আধাঘণ্টা। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণে নেয়।

এর আগে, সকালে মতিঝিল থেকে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন জনসংযোগ শুরু করেন। দিলকুশা-ইত্তেফাক মোড় হয়ে টিকাটুলি আসার পর, সেখানে একটি নির্মাণাধীন ভবনের নীচে নৌকার প্রতীক প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থকদের সাথে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে, সেটি গড়ায় হাতাহাতি-মারামারিতে। মুহুর্তেই লাঠিসোটা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শোনা যায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও। ২৫ মিনিট পর পুলিশের একটি দল এসে পরিস্থিতি ঠাণ্ডা করে। বর্তমানে, বিএনপির নেতাকর্মীরা নিরাপদ আছেন। তবে, সময় টিভির ক্যামেরাপারসন আশরাফুল ইসলামসহ আহত হয়েছে কয়েকজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply