গায়ে পড়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার দুপুরে রাজধানীর টিকাটুলিতে সংঘর্ষ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।
ব্যারিস্টার তাপস বলেন, তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। নির্বাচনের আবরণে তারা বিভিন্ন সন্ত্রাসীদের বের করে নিয়ে আসছে। সেটিরই প্রতিফলন দেখা যাচ্ছে।
কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তাপস বলেন, আমি কর্মীদের ধৈর্য ধরার ও শান্ত থাকার কড়া নির্দেশ দিয়েছি। আমি আশা করবো আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে ব্যবস্থা নেবে।
Leave a reply