রাজশাহীতে চোরাকারবারিদের সাথে বিজিবির গোলাগুলি

|

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর সাহাপুর সীমান্তে চোরাকারবারিদের সাথে বিজিবি’র গোলাগুলি হয়েছে।

রোববার দিবাগত রাতে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবি ২৭ রাউন্ড গুলি বর্ষণ করে। বিজিবি’র দাবি এতে হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে তারা কাউকে আটকও করতে পারেনি।

বিজিবির ভাষ্যমতে,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাতে একদল চোরাকারবারি সীমান্ত এলাকায় অস্ত্রপাচার করবে। সে সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় বিজিবি আগে থেকেই অবস্থান নেয়। রাতে অস্ত্রপাচারের তৎপরতা শুরু হলে তাদের প্রতিরোধে চেষ্টা করতেই শুরু হয় গোলাগুলি। বিজিবি সদস্যরা আত্মরক্ষায় ২৭ রাউন্ড গুলি করে।

বিজিবির সাথে গোলাগুলিতে পাচারকারীরা পিছু হটলে বিজিবি ঘটনাস্থল থেকে ম্যাগাজিনসহ ১টি পিস্তল,৪ রাউন্ড গুলি উদ্ধার করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply