ছাত্রলীগ-শিবির সংঘাতের শঙ্কায় চট্টগ্রামে ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

|

ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের শঙ্কায় চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার রাতে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গেলো ক’দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ আর ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুপুরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সংঘর্ষের শঙ্কায় রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ এবং দুটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রাত ৯টার মধ্যে ছাত্রাবাস ছেড়ে যায় শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply