মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় নিষিদ্ধ সিগারেট বিক্রি করার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এসময় জব্দ করা হয় ৬৮০ কাটুন নিষিদ্ধ সিগারেট।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় কেডার বুকিত কায়ু হিতাম এলাকার তামান সিইজাতরায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ।
বুধবার কেডাহ কাস্টম থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, যেখানে এক প্যাকেট সিগারেটের মূল্য ১৭ রিঙ্গিত ৪০ পয়সা সেখানে ঐ বাংলাদেশির মাত্র ৫ রিঙ্গিতে বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দোকান থেকে ৬৮০ কার্টুন নিষিদ্ধ সিগারেট জব্দ করে পুলিশ।
আটক বাংলাদেশির বিরুদ্ধে সেদেশের কাস্টম আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
Leave a reply