ঢাকার দুই সিটিতে এখন ভোটের অপেক্ষা

|

শেষ হলো তিন সপ্তাহের জমজমাট প্রচারণা। এখন ভোটারদের রায়ের অপেক্ষায় ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় সাড়ে সাতশ’ প্রার্থী। কাল একযোগে ভোটগ্রহণ হবে দুই সিটিতে।

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। এবারই প্রথম ঢাকার দুই সিটি নির্বাচনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট নেয়া হবে। ভোটের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে মাঠে নেমেছে বিজিবি, র‍্যাব, পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

মেয়র পদে ঢাকা উত্তরে ৬ জন এবং দক্ষিণ সিটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। দুই সিটি মিলিয়ে কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থী ৭৩৭ জন। এবার ঢাকার দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply