জনপ্রিয় ভিডিও গেম ফোর্টনাইট খেলে এক বছরে ১৪ লাখ আয় করেছেন অ্যালেক্স নামের মার্কিন এক তরুণ।
ভার্চুয়াল স্টেডিয়ামের লাইভ অডিয়েন্সের সামনে খেলে গ্যামিং সফটওয়্যার সংস্থা থেকে চুক্তির ভিত্তিতে এ অর্থ উপার্জন করেন তিনি।
দ্য মিররের এক প্রতিবেদন বলা হয়েছে, ফিলাডেলফিয়ার বাসিন্দা অ্যালেক্স ও তার বাবা গ্যারেজকে হাইটেক গেমিং সেন্টার বানানোর পাশাপাশি সাতটি মনিটর বসিয়েছেন।
টুইচ নামক লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফোর্টনাইট গেম খেলেন অ্যালেক্স।
জানা গেছে, সাত বছর বয়স থেকে ভিডিও গেম খেলা শুরু করেন অ্যালেক্স। কোনো দিন ৮ ঘণ্টা, আবার কোনো দিন ১২ ঘণ্টাও খেলেন তিনি।
অ্যালেক্স বলেন, খেলতে খেলতে যখন পিঠে বা কোমরে প্রচণ্ড ব্যথা হয়, তখন চেয়ারে বসে খেলা শুরু করে দিই।।
Leave a reply