নির্বাচনের ওপর মানুষের আস্থা না থাকায় ভোটার উপস্থিত কম বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড.কামাল হোসেন। সকালে রাজধানীর ভিকারুননিসে নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, ইভিএম-এ ভোট দিতে সময় লাগায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে নির্বাচন বর্জন না করে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এসময়, নির্বাচনের ওপর আস্থা আছে কিনা এবং নির্বাচনের ফল মেনে নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ড. কামাল হোসেন বলেন, নির্বাচন শেষ হওয়ার পর এর উত্তর দেয়া যাবে।
Leave a reply