ভারতীয় সীমান্ত থেকে নারী ও শিশুসহ আটক ১০

|

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে শিশুসহ ১০ নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ ১৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন- নোয়াখালি জেলার কাদেরপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে জাকির হোসেন (২২), খুলনা জেলার লবনচোরা গ্রামের হাসমত আলীর মেয়ে মোর্শেদা বেগম (৩০), যশোর জেলার মহেশকোড়া গ্রামের মৃত হান্নান শেখের মেয়ে লিপি (২৫), সুনামগঞ্জ জেলার কান্দিসমত নগর গ্রামের মনফোর আলীর স্ত্রী আকলিমা বেগম (২৫), কুদ্দুস মিয়ার স্ত্রী কুলসুম নাহার (৪৫) ও রাকিব আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৫০)। তাদের সাথে ৪ শিশু রয়েছে।

বিজিবি জানায়, একটি দালাল চক্র শিশুসহ ওই ১০ জনকে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় একত্রিত করে। চাকুরির প্রলোভন দেখিয়ে তাদেরকে ভারতে পাচারের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিয়ে আসে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বাংগাবাড়ি বিওপির টহলদল তাদের আটক করে।

এসময় দালাল চক্রের সদস্য দুলাল বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আটককৃতদেরকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, মানব পাচারের সাথে জড়িত দালাল চক্রের সদস্যদের গ্রেফতারের কার্যক্রম চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply