দিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

|

প্রতীকী ছবি।

দিল্লির মার্কিন দূতাবাসে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে একজনকে। গত শনিবার দূতাবাস প্রাঙ্গনে ধর্ষণের শিকার হয় শিশুটি।

এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে সে। শিশুটির বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ২৫ বছর বয়সী ধর্ষককে। দূতাবাসের একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে শিশুটির বাবা। দূতাবাস প্রাঙ্গনেই কর্মীদের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন তিনি। অভিযুক্ত যুবকের বাবাও দূতাবাসের একজন কর্মী হিসেবে সেখানকার কোয়ার্টারে থাকেন। শিশু সুরক্ষা আইনের আওতায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী ধর্ষণের শিকার প্রতি চার জনের একজন শিশু। ৯৪ শতাংশ ক্ষেত্রেই ধর্ষণের শিকার নারী বা শিশুর পূর্ব পরিচিত অভিযুক্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply