পটুয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন- মাদক শুধু কোন ব্যক্তিকে নয় পরিবার সমাজ এবং দেশকে ধ্বংস করছে। তাই সমাজ এবং আগামী প্রজন্মকে বাঁচাতে দেশকে মাদক মুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশও জিরোটরালেন্স ঘোষণা দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জঙ্গিবাদ নির্মুল হয়েছে এমন কথা পৃথিবীর কোন দেশ বলতে পারবেনা। বাংলাদেশ থেকেও জঙ্গিবাদ একেবারে নির্মুল করা হয়েছে এমনটা বলা ঠিক নয় তবে পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় জঙ্গিবাদ কার্যকরি নিয়ন্ত্রণ করতে পেরেছে এতটুকু গর্ব করে বলতে পারে বলে জানান তিনি।
পটুয়াখালীতে জেলা পুলিশের অবকাঠামোগত ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
সোমবার পটুয়াখালী পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন তিনি। এসময় পটুয়াখালী পুলিশ লাইন্স অস্ত্রগার এর নতুন ভবন উদ্বোধন, পুলিশ অফিসার্স মেস এর ভিত্তি প্রস্থর স্থাপন, পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল (কল্যাণ শেড) এর ভিত্তি প্রস্থর স্থাপন, জেলা ট্রাফিক অফিস এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর বিকালে পটুয়াখালী পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আইজি।
Leave a reply