ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের যুবাদের নিয়ে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। যুব ক্রিকেটারদের বিশ্বজয়কে অভিনন্দিত করে টুইট করেছেন বিভিন্ন দেশের ক্রিকেট-ব্যক্তিত্বরা। হরভজন সিং থেকে শুরু করে টম মুডি; ইয়ান বিশপ থেকে হার্শা ভোগলে— বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন সবাই।
বাংলাদেশ যুবদল নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন পাকিস্তানের নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সানা মীর। তার মতে, ক্রিকেট দুনিয়াকে কড়া এক বার্তাই দিয়েছেন বাংলাদেশের এ উদীয়মান ক্রিকেট তারকারা। তাদের খেলার ধরণ খুব ভালো লেগেছে।
টুইটারে পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক লিখেছেন, ক্রিকেট দুনিয়াকে কড়া এক বার্তাই দিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ।
উল্লেখ্য, পাকিস্তান নারী ক্রিকেট দলের হয়ে ১২০টি ওয়ানডে আর ১০৬টি টি-টোয়েন্টি খেলেছেন সানা মীর।
Leave a reply