শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

|

বরিশাল ব্যুরো
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। এসময় দণ্ডিত শাজাহান মৃধা আদালতেই উপস্থিত ছিলেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ইয়ারবেগ গ্রামের মৃত সৈয়দ জামান মৃধার ছেলে।

মামলার নথির বরাত দিয়ে আদালতের সহকারী আজিবুর রহমান জানান, ২০১০ সালের ৩ মার্চ বাড়ির পাশের মাঠে শুকাতে দেয়া কাপড় আনতে যায় ১০ বছরের শিশুটি। এসময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৫০ বছরের বৃদ্ধ শাজাহান। বর্তমানে তার বয়স ৬৯ বছর।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৭ মার্চ মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৫ মে আদালতে চার্জশিট দাখিল করেন মেহেন্দিগঞ্জ থানার এসআই আ. মালেক হাওলাদার। ৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই আদেশ দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply