করোনাভাইরাস শনাক্তের ঠিক একমাসের মধ্যেই ১ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা। চীনের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, নিশ্চিতভাবে আক্রান্ত ৪২ হাজার ৬৩৮ জন।
সোমবারই, প্রথম এ বিষয়ে জনসম্মুখে এলেন প্রেসিডেন্ট শি জিনপিং। চিকিৎসক দলের সাথে ভিডিও কনফারেন্স এবং ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।
সংক্রমনের সংখ্যা যখন লাফিয়ে-লাফিয়ে বাড়ছে, সেসময় প্রেসিডেন্টের দাবি নোভেল করোনাভাইরাস মোকাবেলায় পুরোপুরি সফল চীন।
রোগের মূল উৎপত্তিস্থল হুবেই প্রদেশেই সোমবার পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যুবরণ করেছেন ৯৭৪ জন। নিশ্চিতভাবে আক্রান্ত ৩২ হাজারের কাছাকাছি; যাদেরমধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। সুতরাং, নিশ্চিতভাবেই বাড়বে প্রাণহানির সংখ্যা।
Leave a reply