গণফোরামে চলছে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের পালা। ফলে দলটির গৃহবিবাদ এখন প্রকাশ্যেই দেখা দিয়েছে সবার কাছে। তিন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করায় উল্টো সাধারণ সম্পাদককেই বহিষ্কার করেছেন তারা।
দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন বিষয়টিকে দেখছেন সাবেক এক সাধারণ সম্পাদকের ষড়যন্ত্র হিসেবে। শোকজ এর যথাযথ জবাব না পেলে ব্যবস্থা না নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বহিষ্কৃত পক্ষের অভিযোগ, দলের নীতি নির্ধারণে গণতন্ত্র নেই।
অগণতান্ত্রিকভাবে দল পরিচালনা, নীতি নির্ধারণ ও নেতৃত্ব নির্বাচনের অভিযোগ তোলায় তিন কেন্দ্রীয় নেতাকে বহিস্কার করেছেন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। জবাবে সাধারণ সম্পাদকসহ দু’জনকে পাল্টা বহিস্কার করেছেন তারা।
বহিস্কার পাল্টা বহিস্কারের খেলায় প্রথমদিকে নিশ্চুপ থাকলেও এখন সক্রিয় সভাপতি ডক্টর কামাল। তার ধারণা, এসবের পেছনে সাবেক এক সাধারণ সম্পাদকের ইন্ধন থাকতে পারে।
ডক্টর কামাল বলছেন, দলে ভাঙ্গনের চেষ্টা যারা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
অন্যদিকে, গৃহবিবাদ সত্ত্বেও দল ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলায় জেলায় দলের কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দিয়েছে গণফোরামের শীর্ষ নেতৃত্ব।
Leave a reply