দেশি-বিদেশি মাস্টারপ্লানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
সকালে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন রিজভী আহমেদ।
রিজভী বলেন, দেশে এখন নিয়ম-নীতি বলতে কিছু নেই, চলছে এক ব্যক্তির শাসন।
চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরিক অবস্থা খুবই খারাপ জানিয়ে, অবিলম্বে তার মুক্তি দাবি করেন বিএনপির এই নেতা। ক্ষমতার লোভে সরকার অন্ধ হয়ে জনগনের মৌলিক অধিকার হরণ করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। তিনি বলেন, দিন দিন ভয়াবহ পতনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার।
Leave a reply