বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল এবং এএসআই রাসেল আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে মোরেলগঞ্জ সদর বাস স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই দুই কর্মকর্তাকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পূর্বসরালিয়া গ্রামের শ্রমিকলীগ নেতা মতি আকনের ছেলে হাসান আকন (২৪) ও লতিফ আকনের ছেলে মাহতাব আকন (৪৭)।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তা ঠাকুর দাশ মন্ডল বলেন, একটি দ্রুততগামী মোটরসাইকেল থামিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করার সময় অতর্কিতভাবে মারপিট করা হয়।
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ অফিসারদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
Leave a reply