সিলেটে ভালোবাসা দিবসের পবিত্রতা রক্ষা ও অশ্লীলতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাবিপ্রবির শিক্ষার্থীদের সংগঠন সিঙ্গেল শিক্ষার্থী ফোরাম। শুক্রবার সকালে শাবিপ্রবির ডি বিল্ডিং থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সিঙ্গেল সমাবেশে মিলিত হয় তারা।
এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, প্রেম ভালবাসার বিরোধীতা করা তাদের উদ্দেশ্য নয়,যারা ভালোবাসার নামে প্রতারনা করছে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ। যারা ভালোবাসার নামে অশ্লীলতা করে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ। বিভিন্ন সময় ক্যাম্পাসে বহিরাগতের মাধ্যমেও বিভিন্ন প্রেম ঘটিত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো সে বিষয় গুলো সবাইকে মনে করিয়ে দিতে ও সতর্ক করতেই এমন আয়োজন করছে গত কয়েক বছর ধরে জানায় আয়োজকেরা।
Leave a reply