অসুস্থতার বিষয়ে জানালেন পেলে

|

Brazilian football great Edson Arantes do Nascimento, known as Pele, arrives at Guarulhos International Airport, in Guarulhos some 25km from Sao Paulo, Brazil, on April 9, 2019. (Photo by NELSON ALMEIDA / AFP) (Photo credit should read NELSON ALMEIDA/AFP via Getty Images)

কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলার পেলে স্বাস্থ্য নিয়ে অবশেষে মুখ খুলেছেন। স্বাস্থ্য সমস্যা থাকায় পেলে ঘর থেকে বের হতে অস্বস্তি বোধ করছেন।

পেলের ছেলে এডিনহোর এ মন্তব্যর জবাবে পেলে বলেছেন, এ ধরণের স্বাস্থ্য সমস্যা আমার বয়সের মানুষের জন্য স্বাভাবিক।

পেলে বলেছেন, “আমি ভাল আছি। আমার শারীরিক সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ ভালোভাবে জীবনযাপনের চেষ্টা করছি আমি।” খবর: বিবিসি বাংলা।

২০১৫ সালে তার প্রোস্টেট সার্জারি হয় এবং গত বছর মূত্রাশয়ে ইনফেকশনের কারণে তাকে হাসপাতালে নিতে হয়।

বর্তমানে তার অনেক ব্যস্ত সময়। স্পন্সরদের জন্য কাজ করা ও ফটোশুটের বাইরেও নিজের ফুটবল জীবন নিয়ে চলচ্চিত্র বানানোর কাজে ব্রিটিশ এক পরিচালককে সহায়তা করছেন তিনি।

পেলে জানান, ‘আমার কখনো ভালো দিন যায়, আবার কখনো খারাপ দিন যায়। আমার বয়সের মানুষের জন্য এটাই স্বাভাবিক। আমি ভীত নই, যা করছি তা নিয়ে দৃঢ়সংকল্প ও আত্মবিশ্বাসী।’

তিনি আরও বলেন, ‘আমার ব্যস্ত সূচীতে থাকা নিয়মিত দায়িত্বগুলো আমি এড়িয়ে যাচ্ছি না।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply