বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বিক্ষোভ মিছিল করবে বিএনপি। দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে।
মিছিলে অংশ নিতে কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। আসতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দও। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ মিছিল করবেন দলটির নেতাকর্মীরা।
বিএনপি’র কর্মসূচি ঘিরে নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণতান্ত্রিক কর্মসূচিতেও পুলিশ মারমুখী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Leave a reply