করোনাভাইরাসে প্রথম প্রাণহানি হলো ইউরোপে

|

করোনাভাইরাসে প্রথম প্রাণহানি হলো ইউরোপে। ফ্রান্সে মৃত্যু হয়েছে এক চীনা পর্যটকের। খুব দ্রুত ছড়ানোয় মহামারী এখন সবচেয়ে ভয়াবহ। চীন বলছে, সংক্রমণের হার কমানোই মূল চ্যালেঞ্জ। স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভাইরাস সংক্রমণ এ কাজ আরও কঠিন করে তুলেছে।

কোভিড১৯-এ চীনে এখন পর্যন্ত ১৭শ’র বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চিকিৎসকসহ কমপক্ষে ছয়জন। ছোঁয়াচে এ ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৬ জনে। গেলো ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ১৪৩ জন। এদের মধ্যে ১৩৯ জনই হুবেই প্রদেশের বাসিন্দা। এছাড়া আক্রান্ত ৬৭ হাজার।

চীনা ভূখণ্ডের বাইরে ২৯টি দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত ছ’শ’র বেশি মানুষ। হংকং, জাপান এবং ফিলিপাইনে মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে, চীনের রাজধানী বেইজিংয়ে কেউ ঢুকতে চাইলে তাকে ১৪দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply