৭ মাস ধরে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে: অস্ট্রেলিয়ান ফায়ার সার্ভিস

|

অস্ট্রেলিয়ায় টানা ৭ মাস ধরে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার এ তথ্য জানায় দেশটির ফায়ার সার্ভিস।

তারা বলছে, কয়েক দিন ধরে রেকর্ড পরিমান বৃষ্টিপাতের কারণেই নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়াসহ বিভিন্ন অঞ্চলে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আসে।

তথ্য বলছে, গেলো বছরের জুলাই থেকে লাগা দাবানলে পুড়ে গেছে বসতবাড়িসহ ১ লাখ ১০ হাজার বর্গ কিলোমিটার এলাকা। প্রাণ গেছে ফায়ারসার্ভিসকর্মীসহ ৩৩ জনের। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ৫০ লাখের বেশি বন্যপ্রাণী।

পরিবেশবীদরা বলছেন, বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণেই প্রতি বছর এমন ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ছে বিশ্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply