অনলাইনে ক্ষতিকর বিষয়বস্তু প্রচারের বিষয়ে কিছু কড়াকড়ি আরোপ করা উচিত। শনিবার জার্মানিতে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে একথা বলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠকে অংশ নেন জাকারবার্গ। বিভ্রান্তিমূলক তথ্য বিস্তার ঠেকাতে ফেসবুক এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান জাকারবার্গ।
তিনি জানান, ফেসবুকের বিষয়বস্তু পর্যলোচনায় সম্প্রতি প্রায় ৩৫ হাজার কর্মীকে নিয়োগ দেয়া হয়েছে। গ্রাহকদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিগত উন্নতির কথাও বলেন।
এসময়, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
ভুয়া তথ্য ও ভিডিও প্রচারের অভিযোগে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
Leave a reply