কর্মকর্তাদের সুবিধার্থে কর আদায়ের প্রক্রিয়া সহজ করা উচিত বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রোববার সকালে বিসিএস কর একাডেমিতে দুদক কর্মকর্তাদের কর আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
তিনি বলেন, ব্যক্তিগত ভাবে তিনি ট্যাক্স বৃদ্ধির পক্ষে নন। তবে যাদের এনআইডি আছে তাদের ট্যাক্স ফাইল থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, প্রক্রিয়া যত জটিল হবে তত বেশি ফাঁকির সুযোগ বাড়বে বলেও জানান দুদক চেয়ারম্যান।
চেয়ারম্যান বলেন, কর কর্মকর্তাদের আটকের ক্ষমতা নেই তাদের অবশ্যই এ ক্ষমতা উচিত। এ সংক্রান্ত্র আইনের সংশোধনের আহ্বান জানান তিনি।
Leave a reply