ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: একদিনেই নিহত ১৩

|

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে একদিনেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। নিহতদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছে। এ নিয়ে পাঁচ দিনে নিহত হলেন ১৫ জন।

সোমবার রাতেও অব্যাহত ছিল বিক্ষোভ। রাজধানী তেহরানসহ সব বড় শহরে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষ হয়, আগুন দেয়া হয় বেশ কয়েকটি যান বাহনে। পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষে তুইশেরকানেই প্রাণ যায় ৬ জনের। হতাহতের ঘটনা ঘটে হামাদান, আইজাহ এবং দোরাদ এলাকায়। আহত হয় আরো অনেকে। আর আটক হয়েছেন অন্তত ৪শ’ বিক্ষোভকারী। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতিসহ বেশ কিছু ইস্যুতে গেল বৃহস্পতিবার থেকেই নামে রাজপথে ক্ষুব্ধ ইরানিরা। সহিংসতা তীব্র নিন্দা জানিয়েছেনর ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।সহিংসতার জন্য মার্কিন উস্কানিকেই দায়ী করেন প্রেসিডেন্ট হাসান রুহানি।।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply