আন্দোলনরত শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন অনশনরত শিক্ষকদের। তবে, শিক্ষামন্ত্রীর আশ্বাস সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার সকালে, জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অনশনের তৃতীয় দিনে গিয়ে অনশন ভেঙে বাড়ি ফেলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর বক্তব্যের সময় আন্দোলনরত শিক্ষকরা বলতে থাকেন দাবি আদায় না করে তারা ঘরে ফিরে যাবেন না। এরপর তাদের বক্তব্যে শিক্ষকদের নেতৃবৃন্দ জানান, এমপিও ভুক্তির দাবি পূরণ না পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। আশ্বাসে আর বিভ্রান্ত হবে না শিক্ষকরা ।
সারা দেশ থেকে আসা কয়েকশ’ শিক্ষক এই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে গত পাঁচদিন টানা অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেয়ার ব্যাপারে কোনো আশ্বাস মেলেনি। এ প্রেক্ষিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। বর্জন করেছেন জাতীয় বই উৎসবও।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply