সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৫ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আগে থেকেই কিডনি ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন।
সকালে ওআইসির সংস্কার সংক্রান্ত দ্বিতীয় মন্ত্রীসভা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব জানান।
মন্ত্রী বলেন, সিঙ্গাপুরে অবস্থিত প্রত্যেক বাংলাদেশিকে সবরকমভাবে সহায়তা করছে সে দেশের সরকার। চীনে অবস্থিত শিক্ষার্থীদের আনার চেষ্টা করছে সরকার, তবে, সেক্ষেত্রে চীনের অনুমতি দিতে হবে।
সম্মেলনে ওআইসিকে আরো কার্যকর করে তোলা, যাতে মুসলিম দেশগুলোর সঠিক প্রতিনিধিত্ব করতে পারে এবং দেশগুলোর মধ্যকার দ্বন্দ্ব সংঘাত বন্ধের প্রস্তাব রেখেছে বাংলাদেশ।
Leave a reply