নিষেধাজ্ঞা কাটিয়ে ৩০ অক্টোবর সাকিব আল হাসান ফিরলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে রাখা হবে কিনা নিশ্চিত নয় বিসিবি। সাকিবের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সাফল্য পেতে অধিনায়ক মুমিনুল হকের পাশাপাশি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দায়িত্ব নেবার কথা বলেছে বোর্ড। জাতীয় দল নিয়ে টিম ম্যানেজমেন্টের জবাবদিহিতা নিশ্চিত করতে আবারো দলের বিয়য়ে নাক গলাবেন বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন।
১৯ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের অভিযান। এরপর ২১ ও ২৩ অক্টোবর আরও দুই ম্যাচ খেলে চূড়ান্ত পর্বে উঠতে হবে টাইগারদের। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরবেন ৩০ অক্টোবর। অর্থাৎ বাছাই পর্বের কোন ম্যাচ খেলতে পারবেন না এই অলরাউন্ডার। বাংলাদেশ পরের পর্বে গেলে চূড়ান্ত পর্যায়ের অন্তত দুটি ম্যাচ মিস হবে তাও নিশ্চিত। এমন বাস্তবতায় সাকিব আল হাসানকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা নিশ্চিত নয় বিসিবি। বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্যই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে বোর্ডের ভাবনায় আপাতত জাতীয় দলের অফ ফর্ম। তাই তো বুধবার হঠাৎ দলের অনুশীলনে বিসিবি সভাপতি। মাঠেই কোচের সাথে ছোট্ট বৈঠক করলেন পাপন। এরপর অধিনায়ক মুমিনুল হক, মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে নিয়ে আলোচনায় বসেন বিসিবি বস।
শুধুমাত্র ক্রিকেটারদের পারফরম্যান্সেই হাতাশ নন বিসিবি সভাপতি। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেও বিরক্ত তিনি। হঠাৎ ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন, কোন ক্রিকেটারকে অফ ফর্মের অযুহাতে বাদ দিয়ে এক ম্যাচ পর দলে নেয়া থেকে শুরু করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের স্কোয়ার্ডে কোনো ক্রিকেটার না থাকায় বিরক্ত পাপন। রাখঢাক না রেখেই জানালেন সে কথা। আবারও জাতীয় দলের বিষয়ে নাক গলাতে হবে বলেই জানালেন।
Leave a reply