সংবর্ধনার মঞ্চ ভেঙ্গে আহত রাসিক মেয়র

|

সংবর্ধনা মঞ্চ ভেঙ্গ আহত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সম্প্রতি রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়নের জন্য একনেকের সবায় প্রায় তিন হজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। এ জন্য মেয়র হিসেবে লিটনকে সংবর্ধনা দেয়ার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।

অনুষ্ঠানে, দলীয় নেতাকর্মীরা ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে মঞ্চে উঠলে অতিরিক্ত নেতাকর্মীর চাপে মঞ্চ ভেঙ্গে পরে।

এসময় নেতাকর্মীরা জাপটে ধরে মেয়রকে পরে যাওয়া থেকে রক্ষা করেন।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা জানান, মঞ্চ ভাঙ্গার ঘটনায় মেয়র বাম পায়ে আঘাত পেয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply