রোববার বিটিআরসিকে ১০০০ কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন

|

আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (২৩ ফ্রেুয়ারি) বিটিআরসিকে পাওনা ১ হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন।

শুক্রবার দেশের বৃহত্তম মোবাইল অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে আগামী ২৩ ফেব্রুয়ারি বিটিআরসিকে তার পাওনা ১ হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন।

গ্রামীণফোন বাংলাদেশের আইনী ব্যবস্থা, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশকে শ্রদ্ধা করে এবং সেই সাথে বিটিআরসির অব্যাহত চাপ থেকে রক্ষা পেতে মাননীয় আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে।

গ্রামীণফোন জানায়, তাদের কার্যক্রমকে সীমিত করতে বিটিআরসি গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ দেয়ার পদক্ষেপ গ্রহণ করাসহ নানা পদক্ষেপ নিয়েছে যা ব্যবসায়ীক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।

গ্রামীণফোন আরও জানায়, তারা বিটিআরসির অডিট রিপোর্টের বৈধতা দাবি করে আদালতের অবস্থান জানার অপেক্ষায়ও রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply