দক্ষিণ কোরিয়ায় বাড়ছে করোনাভাইরাসের বিস্তার, ৩ দিনে আক্রান্ত তিনশ’

|

চীনের বাইরে হঠাৎ করেই নতুন মাত্রা পেয়েছে করোনাভাইরাসের বিস্তার। দক্ষিণ কোরিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার নতুন করে ১৪২ জন আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে দেশটি।

মাত্র তিনদিনে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হলো প্রায় তিনশ’ জন। বিস্তার ঠেকাতে দুই শহরে সতর্কতা জারি করেছে প্রশাসন। আক্রান্তের সংখ্যা বেড়েছে ইতালি ও জাপানেও। ইরানে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। দুদিনে ৪ জন মারা গেলো দেশটিতে।

প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের লেবানন ও ইসলায়েলে সনাক্ত হয়েছে কোভিড-নাইন্টিন ভাইরাস আক্রান্ত রোগী। হঠাৎ করে, চীনের বাইরে সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সবমিলিয়ে, করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রাণ গেছে ২ হাজার ৩৬০ জনের। আক্রান্তের সংখ্যা প্রায় ৭৮ হাজার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply