সিরিয়া যাওয়ার পথে নিজেদের আকাশসীমায় চার রুশ যুদ্ধবিমানকে বাধা দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি আকাশ সীমায় এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম নেজাভিসিমায়া গেজেটা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, রুশ যুদ্ধবিমানগুলি রাশিয়ার হেইমিন এয়ার বেস থেকে সিরিয়ার উদ্দেশে উড্ডয়ন করে। চারটি বিমানের মধ্যে দু’টি বিশেষ বোমারু বিমান ছিল। কিন্তু বিমান চারটি তুর্কি সীমানায় প্রবেশ করলে তাদের বাধা দেয় তুর্কি বিমান বাহিনী।
সিরিয়ার ইদলিব নিয়ে সম্প্রতি মস্কোতে রুশ-তুর্কি বৈঠকে কোনো ধরনের সমাধান মেলেনি। এরপর এটিই দুই দেশের প্রথম মুখোমুখি অবস্থান। এতে দুই দেশের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় তুর্কি সেনা নিহতের জেরে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধার চেয়েছে তুরস্ক। সিরিয়া ইস্যুতে ক্রমেই রাশিয়ার সাথে এরদোগান সরকারের দূরত্ব বাড়ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত মিত্রতার দিকে ঝুঁকছে তুরস্ক।
Leave a reply