রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের সামনে এয়ারপোর্ট সড়কে পথচারীদের ওপর হঠাৎই উঠে গেলো বেপরোয়া প্রাইভেটকার। এতে ১৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফুটপাতে বাসের জন্য অপেক্ষা করছিল যাত্রীরা। এ সময় একটি প্রাইভেটকার রাস্তার বাম দিকে ঢুকে যায়। একই সময় একটি বাসও স্টপেজে থামে। তখন প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাড়ি তুলে দেন। এসময় ফুটপাতে থাকা অন্তত ১৪ জন আহত হন।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, এ ঘটনায় চালককে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এর মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে। এদের মধ্যে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এক জনকে নিউরোসায়েন্স হাসাপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Leave a reply