নতুন বই হাতে একই দিনে শিক্ষাজীবন শুরু করেছে পাঁচ যমজ শিশু। আনন্দমুখর পরিবেশে তাদেরকে বরণ করে নেয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। স্কুলের ২০১৮ সালের বই উৎসবও শুরু হয় তাদের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়ে।
গোপালগঞ্জ সদর উপজেলার ৮১ নং করপাড়া মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণিতে তারা ভর্তি হয়েছে।
বাবা গাফ্ফার খান বলেন, পাঁচ সন্তানকে এক সাথে স্কুলে ভর্তি করতে পেরে আমি অনেক আনন্দিত। তার সন্তানরা লেখাপড়া শেষ করে যাতে দেশের সেবার আত্ন-নিয়োগ করতে পারে সেজন্য সকলের দোয়া চান তিনি।
ওই ৫ যমজ শিশুর নাম-রুবাইয়া খান হিরা, রুশরা খান মনি, রামিসা খান মুক্তা, রাইসা খান মালা, এবং মাহির গাফ্ফার মানিক।
তারা সকলে ভবিষ্যতে পুলিশ বাহিনীতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।
মা সোমাইয়া খানম বলেন, আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ রাখে; এবং দেশবাসী যেন আমার সন্তানদের জন্য দোয়া করেন, যাতে তারা ভালো মানুষ হতে পারে।
বিপুল সংখ্যক অভিভাবক পাঁচ যমজ শিশুর একই দিনে শিক্ষা জীবন শুরু করার বিষয়টি দেখতে স্কুল প্রাঙ্গণে ভীড় জমান।
স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার রায় বলেন, পাঁচটি যমজ শিশু ভর্তি হওয়ায় আমি আনন্দিত। তাদের লেখাপড়ার প্রতি আমি সার্বক্ষণিক নজর রাখবো।
২০১২ সালের ২১ জুলাই এই পাঁচ যমজ শিশুর জন্ম হয়।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply