বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আজ এক বৈঠকে এমন আশ্বাস দেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী।
রোববার দুপুরে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ সাথে বৈঠক করেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসাগানার। বৈঠকে বন্ধ মালশিয়ার শ্রমবাজার নিয়ে আলোচনা হয় দুই মন্ত্রীর মধ্যে। বাংলাদেশ থেকে কর্মী নেয়ার একমত হন তারা। এবার সাধারণ শ্রমিকের পাশাপাশি বাংলাদেশ থেকে গৃহকর্মীও নেবে দেশটি। কর্মী নেয়ার পদ্ধতি নিয়েও আলোচনা হয় যৌথ ওয়ার্কিং কমিটির এই বৈঠকে।
যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকের পর বিষয়টি আলোচনা হবে মন্ত্রী সভার বৈঠকে। আলোচনা শেষে জানানো হয় দ্রুতই খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার।
Leave a reply