করোনাভাইরাস আতংকে ইরানের সঙ্গে সাময়িকভাবে তাফতান সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। খবর পাক গনমাধ্যম ডন’র।
রোববার সকাল পর্যন্ত প্রতিবেশী দেশটিতে করোনাভাইরাসে আটজন মারা যাওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির জিয়াউল্লাহ ল্যাঙ্গোভ জানান, ইরানে করোনাভাইরাসে কয়েকজনের মৃত্যুতে সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, পাকিস্তান থেকে ইরানে যাওয়া তীর্থযাত্রীদের ওপরও সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বেলুচ সরকার।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তাফতানে ১০০ বেডের তাঁবু হাসপাতাল তৈরি করা হয়েছে। সেখানে ইসলামাবাদ থেকে ডাক্তারদের একটি টিম এসে পৌঁছেছে।
Leave a reply