মিরপুর টেস্টের তৃতীয় দিনে বড় স্কোর গড়েছে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুলের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের ফিফটিতে শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ তিন উইকেটে ৩৫৩ রান।
দ্বিতীয় দিনের ৩ উইকেটে ২৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম। লিড নিতে তৃতীয় দিন টাইগারদের প্রয়োজন ছিলো ২৫ রান। মুশফিক-মুমিনুলের ব্যাটিং দৃঢ়তায় লিড নেয় বাংলাদেশ।
এরপর সেঞ্চুরিরর মাইল ফলক স্পর্শ করেন অধিনায়ক মুমিনুল হক (১২১*) । যা তার ক্যারিয়ারের ৯ম টেস্ট সেঞ্চুরি।
অন্যদিকে সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিমও। ১৬০ বল খরচ করে ১৮ টি চারের মাধ্যমে তার বর্তমান সংগ্রহ ১০৩ রান*।
Leave a reply