লোভ লালসার ঊর্ধ্বে উঠে বিজিবিকে দায়িত্ব পালন করতে হবে: রাষ্ট্রপতি

|

বিজিবি সদস্যদের সব ধরণের লোভ লালসার ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি’র ৯৪তম ব্যাচের রিক্রুটিং প্রশিক্ষণ সমাপনী ও শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে এ আহবান জানান রাষ্ট্রপতি। এসময় চট্টগ্রামের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মনোবল, ভাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতার মাধ্যমে সীমান্তে চোরাচালান বন্ধে সচেষ্ট থাকতে হবে।

এর আগে, প্যারেড কমান্ডার মেজর কাজী মনজুরুল ইসলামের নেতৃত্বে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ বছর নারী পুরুষ মিলিয়ে মোট ৫৪৪ জন সৈনিক প্রশিক্ষণ শেষে শপথ নেবেন।

উল্লেখ্য, ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর পর রাষ্ট্রপতি মো. আদুল হামিদই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে সীমান্তরক্ষী এ বাহিনীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply