ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা আলোচিত দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার পুরান ঢাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫টি সিন্দুক থেকে মিলেছে ২৬ কোটি ৫৫ লাখ টাকা। এছাড়াও প্রায় ১ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব এসব তথ্য জানান। বিপুল পরিমাণ অর্থের বাইরে ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর উদ্ধার হয়েছে বলে ব্রিফিয়ে জানানো হয়। এছাড়া বিভিন্ন দেশের বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত অর্থ থানায় হস্তান্তর করার পর বাংলাদেশ ব্যাংকে জমা করা হয় বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
দুর্নীতির বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব। এরআগে গত বছরের ২৪ সেপ্টেম্বর তাদের এক বাসায় অভিযানে মেলে পাঁচকোটি টাকা ও সাড়ে আট কেজি স্বর্ণ। গেলো ১৩ জানুয়ারি কেরাণীগঞ্জ থেকে এনু ও রূপনকে গ্রেফতার করে সিআইডি।
Leave a reply