ইউরোপ-মধ্যপ্রাচ্যের পর, লাতিন আমেরিকাতেও ছড়িয়েছে ছোঁয়াচে কোভিড ১৯। চীন ছাড়াই, বিশ্বের ৪৮ দেশে ৩৬শ’র বেশি মানুষ আক্রান্ত ভাইরাসটিতে।
ইতালিতে নতুন করে দেড়শ’ মানুষ সংক্রমণের শিকার হওয়ায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭০ জনে। ইরানে ৪৪ জন বেড়ে এ সংখ্যা হয়েছে ১৩৯। দক্ষিণ কোরিয়াতে নতুন করে আক্রান্ত প্রায় ৬শ’ মানুষ; মোট ১৬শ’। ব্রাজিল, নরওয়েসহ আট দেশ নতুন করে ভাইরাসটির বিস্তারের শিকার। তবে চীনা ভূখণ্ডে কমেছে রোগের প্রকোপ। গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৩২ জনের। নতুন করে আক্রান্তও হয়েছে হাতে গোনা কয়েকজন। বিশ্বজুড়ে এক মাসে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন; আক্রান্ত ৮২ হাজারের বেশি।
Leave a reply