শপথ নিলেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলররা

|

Airport employees wear masks as a precaution against the spread of the new coronavirus COVID-19 as they work at the Sao Paulo International Airport in Sao Paulo, Brazil, Wednesday, Feb. 26, 2020. (AP Photo/Andre Penner)

শপথ নিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে হয় শপথ অনুষ্ঠান।

সকাল সাড়ে দশটার কিছু পরে প্রধনমন্ত্রী শেখ হাসিনা প্রথমে দুই সিটির মেয়র ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান। এরপর দুই সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরকে শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

পরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ একটানা ক্ষমতায় আছে বলেই দেশে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply