অবশেষে পেয়াঁজ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। বুধবার, টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার মন্ত্রী রাম বিলাস পাসোয়ান।
এর আগেই, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে পাসোয়ান জানান, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।
পাসোয়ান টুইট বার্তায় লিখেছেন, গেলো কয়েক সপ্তাহে বাম্পার ফলন হওয়ায় কমে এসেছে পেঁয়াজের বাজারের মূল্য। জানান, গত বছর মার্চে দেশটিতে উৎপাদিত হয়েছিলো ২৮ দশমিক ৪ লাখ মেট্রিক টন পেঁয়াজ। চলতি বছর একইসময় উৎপাদন হবে ৪০ লাখ মেট্রিক টন। ফলন কমে যাওয়ায় গেল বছরের সেপ্টেম্বরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল মোদি প্রশাসন।
Leave a reply