শুনানি শেষ; খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দুপুরে

|

খালেদা জিয়া। ফাইল ছবি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি হাইকোর্টে শেষ হয়েছে। দুপুর ২টায় আদেশ দেবেন আদালত।

এর আগে, আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি ওবায়দুল হাসান ও কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী আগামী রোববার আদেশের দিন ধার্যের জন্য আদালতকে অনুরোধ করেন। তারা বলেন, একটা সাপ্লিমেন্টারি দিতে চাই। তবে আদালত বলেন, এখন কোনো সাপ্লিমেন্টারি দেয়ার সুযোগ নেই।

একইসাথে জামিন বিষয়ে আজই আদেশ দেয়া হবে বলে জানান আদালত। তার আগে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়। বিএসএমএমইউ’র অধীনে উন্নত চিকিৎসায় খালেদা জিয়া অনুমতি দেননি বলে জানানো হয় মেডিকেল রিপোর্টে।

খালেদা জিয়ার আইনজীবীদের আশাবাদ, শারীরিক অবস্থা বিবেচনা করে জামিন দেয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। গত বছরের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনের আবেদন নাকচ করেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া দুই বছর ধরে কারাবন্দি। শারীরিক অসুস্থতা বেড়ে গেলে গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply