ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন অজি পেইসার মিচেল স্টার্ক। ৪ জানুয়ারি সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মাঠে দেখা যাবে তাকে। নিঃসন্দেহে স্টার্কের অন্তর্ভুক্তি নতুন করে ভাবাচ্ছে ইংলিশ ব্যাটসম্যানদের। তা স্বীকারও করেছেন ইংলিশ টপ অর্ডার মার্ক স্টোনম্যান। তিনি বলেন, ‘প্রতিপক্ষ শিবিরে স্টার্কের মতো খেলোয়াড় থাকলে আপনাকে ভিন্ন গেমপ্ল্যান সাজাতে হবে। তবে পেশাদার ক্রিকেটে নিয়মিতই তা করতে হয়।’
মঙ্গলবার সিডনির নেটে ঘাম ঝরিয়েছেন মিচেল স্টার্ক। প্রথম তিন টেস্টে ২২ উইকেট পাওয়া এই পেসার কুঁচকির ইনজুরির কারণে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট মিস করেছেন। এমসিজির উইকেটে সুবিধা করতে পারেনি অজি পেসাররা। শেষ ম্যাচের জয় দিয়ে অ্যাশেজ উদযাপন করতে চায় অজিরা। অবশ্য, ৩-০’তে এগিয়ে থেকে আগেই সিরিজ জিতে নিয়েছে অজিরা।
এদিকে আগেই সিরিজ হারা ইংলিশরা শেষ ম্যাচের জয়কে পাখির চোখ করেছে। এই ম্যাচে অভিষেক হতে পারে তরুণ ইংলিশ লেগ স্পিনার ম্যাসোন ক্রেনের।
যমুনা অনলাইন: এএস/টিএফ
Leave a reply