জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো: জাহিদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে হাবিবুর রহমানকে আজ রোববার (১লা মার্চ ২০২০) দুদক কার্যালয়ে হাজির হয়ে তার বক্তব্য প্রদান করতে বলা হয়।
একইসাথে নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আসা অভিযোগের ব্যাপারে তার কোন বক্তব্য নেই বলেও ধরে নেয়া হবে বলে জানানো হয় চিঠিতে।
Leave a reply