টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

|

কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিজিবির দাবি, নিহত ব্যক্তি ইয়াবা পাচারকারী।

রোববার দিবাগত রাতে হ্নীলার জাদিমোড়া সংলগ্ন নাফ নদীর তীরে গোলাগুলির ঘটনা ঘটে।

বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে মাদকপাচারের গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর তীরে অবস্থান নেয় সদস্যরা। এসময় নৌকায় করে দু’তিনজন মাদক পাচারকারী ইয়াবার চালান নিয়ে আসার সময় বিজিবিকে দেখে গুলি ছুঁড়তে শুরু করে। বিজিবিও পাল্টা গুলি বর্ষন করলে পাচারকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ইয়াবা পাচারকারীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply