ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার অনেক কারণ থাকতে পারে।
সোমবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় ভোটার দিবসের র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন,নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবধরণের আয়োজন করে থাকে। নির্বাচনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই কমিশনের দায়িত্ব। সে দায়িত্ব নির্বাচন কমিশন ভালভাবে পালন করে বলে দাবি করেন তিনি।
এছাড়া ঢাকা-১০ আসনে নির্দিষ্ট ২১টি স্থানে পোস্টার টানানোর বিষয়ে প্রার্থীরা একমত হওয়ায় ধন্যবাদ জানান তিনি। সেইসাথে মাইকের ব্যবহার সীমিত ও প্রচারণার ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে প্রার্থীরা একমত হওয়ায় প্রার্থীদের ধন্যবাদ জানান তিনি।
Leave a reply