ইরানে ৬ দিনের সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। শুধু মঙ্গলবারই প্রাণ যায় সাতজনের। আহত হন অনেকে।
রাজধানী তেহরানসহ বড় সব শহরেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতিসহ বেশ কিছু ইস্যুতে গেল বৃহস্পতিবার মাশাদ শহরে বিক্ষোভের সূত্রপাত হলেও, ক্রমে তা রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। রাজপথে নামেন লাখো মানুষ।
অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বহিঃশত্রুরা একজোট হয়ে ইরানকে ধ্বংসের চক্রান্তে অর্থ, অস্ত্র, রাজনীতি, গুপ্তচরবৃত্তিসহ সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ করেন তিনি। এসব অভিযোগ প্রত্যাখ্যান করে, আবারও ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের ডাক দিয়েছে ওয়াশিংটন।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply